বেডশীট রক্ষণাবেক্ষণঃ
১. রঙিন কটন বেডশীট প্রথমবার ধোয়ার আগে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর খুব কড়া নয় এমন ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেললে কাপড়ের রং নষ্ট হবে না। সবচেয়ে ভালো হয় শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলে।
২. ওয়াশিং মেশিনে রঙিন বেডশীট ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে এক কাপ ভিনেগার দিতে পারেন। এটি রং স্থায়ী করতে সাহায্য করে।
৩. সবসময় ঠান্ডা পানিতে ১-২ মিনিট ভিজিয়ে তারপর ডিটারজেন্ট বা সাবান অথবা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিবেন।
৪. ধোয়ার পর বেডশীট খুব বেশি মোচড়াবেন না।
৫. কড়া রোদে বেডশীট বেশিক্ষণ শুকালে বেডশীটের রং নষ্ট হয়ে যায়। তাই কড়া রোদে বেডশীট শুকানো যাবে না।
৬. রং নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বেডশীট আলমারিতে তুলে রাখবেন না। তাতে বরং রং নষ্ট হয়ে যায়।
নিয়মিত ব্যবহার করলে এবং ধুয়ে রাখলে বেডশীট দীর্ঘদিন উজ্জ্বল থাকে। তবে অপ্রয়োজনে পরিষ্কার করবেন না।
Ferdous Azad kaniz –
After using i can make a commemt